Sunday 5 October 2014

(1) DRIGDRISHYA VIVEKA IN BENGALI POEM : PREFACE


*****************************
কত জ্ঞানবান- কত পুঁথি লিখে গেছে,,

জেনো, দ্রষ্টা শুদ্ধবিবেকে তব অজান্তে ধরা আছে !!

শিশুর প্রতিটি জানার জান্তা তার মা যেমনি হয় ,,

শিশুকালে নিজ অজান্তেই শিশু পায় সেই পরিচয়,,

সবার  গভীরে সে শক্তি আছে ,
চেতন-প্রদূষণ-ই দ্বৈত !!

যেমনি মায়ের সব সন্তান এক ,
মা নিজেই যে অদ্বৈত !!

হোক সে বোধি, হও বোধা-তীত ,
বুদ্ধি হোক শুদ্ধ - মুক্ত ,,

সে পলে বুঝিবে জ্ঞানেরও জ্ঞানী -কে ,
হবে অদ্বৈতে বুদ্ধ  ...... !!

*****************************

ব্রহ্ম সত্য জগত মিথ্যা ইহাই শ্রুতি কয় ,

এক সে ব্রাহ্মন অদ্বৈত তাহা তো অজানা নয় !!

তবু যে কেন প্রপঞ্চ জগৎ মোদের কাছে স্পষ্ট ,

ব্রহ্মে কেন দেখিনা কেন তিনি রহেন অস্পষ্ট ?

উন্নত সাধকের এ প্রশ্ন অবশ্য আসিবে মনে ,

কেন অদ্বৈত থাকেন অধরা আমাদের মননে ??

আত্মা আর ব্রহ্ম দুই- এক বৈ তো নয় ,

ঢেকে রাখে 'অবিদ্যা' তারে ; যা আত্মার-ই  অংশ হয় !!

আত্মার মতই যার নেইকো কোনো শুরু ,
এও যে এক মায়া বলে গেছে রমন -গুরু !!
*****************************

No comments:

Post a Comment