Wednesday 9 July 2014

গুরুজন (gurujon )

গুরুজন
যিনি গুরুতুল্য তিনি গুরুজন
গুরুর সমান শিক্ষা যিনি দান করেন তিনি ই যথার্থ গুরুজন
আজ এই গুরু এবং গুরুজন এর চতুর্থীর কাজ ||
কয়েক বছর আগে এক শিষ্যের তোলা এই ছবিটিতে অনার অবির্ভাভ দিবস
অর্থাত জন্মদিনটি লেখা আচ্ছে দেখলাম | আমার এগারো দিনের কাজে বসার
আগে ছবিটি বড় করে বাধানো হবে আর তার সাথে তিরোভাব এর দিনটিও
যোগ হবে | ভাবছি কত ছেলেবেলার স্মৃতি , মধুর , স্নেহ যা একমাত্র এক গুরুই
দিতে পারতেন তাই দিয়েছেন || কখনো একটুও বকামারা টুকুও প্রয়োজন
হয়নি || স্নেহ দিয়ে তৈরী সন্তান স্নেহের রূপ ই হয়ে ওঠে || সেটুকুই এই পৃথিবীর
প্রয়োজন || স্নেহ সর্বদা নিম্নগামী || স্নেহের চাহিদা  থাকেনা , থাকতে পারেনা ||
সন্তানের থেকে পিতামাতা কিছু পাবার আশা রাখেননা || 
গুরু মাত পিতা এই কথাটি যে যথার্থ গুরুজনের ক্ষেত্রেও সত্যি ||
গুরু হবার আগে থেকে ইনি যে আমার গুরুজন <3

No comments:

Post a Comment