Wednesday 27 August 2014

* satyam param dhimahi ।। সত্যম্ পরম ধিমহী ।।

তার সে সত্য পরম সত্য, যে সত্যে ধরেছে ধ্যান ,,

সত্য আপন , আপন-ই ঈশ, আপনিই ভগবান  ।।  

আমাদের জীবন কেবলি আপস , প্রতিপদে মিথ্যাচার , 

কি বলে বা সত্য আসে হৃদয়ে তাহার ??  

সত্য কহ ,সত্য চিন্ত , সত্যে ধর প্রান ,, 

এ জীবন তোমার ধন্য হবে , হবে সৎ মহান ।। 


কেউ বা জীবনে প্রভুর দাস ,তাই তার কাছে সত্য ,, 

তাকিয়া দেখো নিজ অন্তরে নিরাকার একই সত্য ।। 

কেবা প্রভু বলো কেবা যে ভৃত্য -আছে দাসত্ব অন্তরে , 

সেই অন্তার্মায়া কাটলে হৃদয়ে আপনারই প্রভু হবে ।। 

প্রভু শব্দেও আসে প্রবণতা ,  

জগত শাসনে সে সবাকার পিতা ,,

না দাসত্ব না মিথ্যা তে আপোষ , 

হও সত্য রেনু হই ও না পাপোষ , 

সত্য সবাকার, সে সত্যে অধিকার ,, 

 জেনো সে সত্য যা  তোমার আমার ।। 

চাহি দেখো আজ আপন অন্তরে  

সে সত্যের বিনা বাজে কিনা ।। 

সবার অন্তরে দেখিয়া নিজেরে - 

এক সে সত্য ভালোবাসিতে পার কিনা !!  



Truth is one's own truth-
who holds dhyana in the Truth alone,
Truth is His Love,
Truth is His God,
Truth is the One , that One's own...

Every step is compromise in our life,
Every word is a false covering on our mind ,,
How then the heart could be the abode of Truth alone ??

Speak only truth, thinking of truth alone shall make one's life praiseworthy....

For some, they are the servant of God, But who is God and Who thy are ? The concept of serving someone veils d self as the highest illusion... Has God asked you ever to serve Him ?  

The words servant and husband lies in the illusory sky of one's own mind . This whole creation is based upon the principle of beingless being. We gift it a word 'God'.

See in eyes of any and see if yu can see : if you could able to find the seer somewhere within then n there, just a milimicron of it, a glimpse : that's thy God's Particle within this body..  

but a question -without a mirror hav yu could ever seen your own face ? How the seer could be seen ? if there remains noone except that one seer within : no urge to know the seer remains. Then the small drop become the ocean. 

'Niskaam'. 

( Drigdrishya Viveka is one of the finest work in Vedanta , how and when the seen and the seer merge and become )

No comments:

Post a Comment