Wednesday 17 December 2014

(33) *Kobitay Chandogya Upanishad * (Part 4, Chapter 14,15)

॥ चतुर्थोऽध्यायः ॥
--------------- 
॥ चतुर्दशः खण्डः ॥
----------------

ते होचुरुपकोसलैषा सोम्य तेऽस्मद्विद्यात्मविद्या चाचार्यस्तु ते गतिं वक्तेत्याजगाम हास्याचार्यस्तमाचार्योऽभ्युवादोपकोसल३ इति ॥ १ ॥

भगव इति ह प्रतिशुश्राव ब्रह्मविद इव सोम्य ते मुखं भाति को नु त्वानुशशासेति को नु मानुशिष्याद्भो इतीहापेव निह्नुत इमे नूनमीदृशा अन्यादृशा इतीहाग्नीनभ्यूदे किं नु सोम्य किल तेऽवोचन्निति ॥ २ ॥

इदमिति ह प्रतिजज्ञे लोकान्वाव किल सोम्य तेऽवोचन्नहं तु ते तद्वक्ष्यामि यथा पुष्करपलाश आपो न श्लिष्यन्त एवमेवंविदि पापं कर्म न श्लिष्यत इति ब्रवीतु मे भगवानिति तस्मै होवाच ॥ ३ ॥ 

|| চতুর্থ অধ্যায় || 
-------------
|| চতুর্দশ খণ্ড ||
-------------

সকল অগ্নি মিলিয়া কহিল এবার তারে ,,
"যা যা জানাইবার ছিল জানাইআছি তোমারে
গুরু এবার জানাইবেন তাঁর নিজের মত করি " ,,
আসিয়া গুরু এবার দিলেন ডাক- তাহার নাম ধরি ||

"বলুন প্রভু " - উপকোসলা দেয় সাড়া গুরুর ডাকে ....
"কে দিল ব্রহ্মজ্ঞান তোমায় ? " ,গুরু জিজ্ঞাসিল তাকে ||
"ব্রহ্মজ্ঞান পাইলে যেমত মুখায়বব চমকায়,
মুখপরি দেখি সেরূপ আভা যে ঝলকায়....." !!
"কে শিখাইতে পারে? !! " দিয়া এমত উত্তর ,
অগ্নিগনে দেখাইয়া উপকোসলা কহিল এরপর .... 
দেখুন আপনি প্রভু তাকিয়ে এঁদের রূপ ,,
পূর্বে হতে অন্তর ,পরে হয়েছেন অন্যরূপ !!
"কি শিখাইল " গুরুবরের এই প্রশ্নপরি ,
তাঁদের সকল বাক্য দেয় গুরুরে বাখান করি ....
শুনিয়া কহিলেন গুরু "দিয়াছে লোকের জ্ঞান ,,
এবার আমি তোমারে দিব সেই ব্রহ্মজ্ঞান" ||
যেমনে পদ্মপাতার উপর নীর রহিতে নারে -
এ জ্ঞান পাইলে পাপ কাহারেও স্পর্শ নাহি করে !! 
উপকোসলা কহে নিজগুরুরে তখন ,
"কৃপা করি করুন দান সে বিদ্যা এখন" ......

Part 4
-------
Chapter 14
-------------
( Dialogue between the Teacher and the Pupil )

Then they (all the fires) said, "Upakosala, dear friend, thus we taught you the knowledge of ourselves and the knowledge of the Self. But the teacher will teach you the way."
The teacher returned and said to him: "Upakosala!"

He replied: "Revered Sir!" "Dear friend, your face shines like that of one who knows Brahman. Who has taught you?" "Who should teach me, Sir?" He concealed the fact, as it were and said pointing to the fires, "For this reason they are of this form now, though they were of a different form before."
"Dear friend, what did they teach you?"
"This," Upakosala replied and repeated some of what the fires had told him.
The teacher said: "They told you, dear friend, only about the worlds, but I shall tell you about Brahman. As water does not cling to the lotus leaf, so no evil clings to one who knows this."Upakosala said to him: "Revered Sir, please tell me."
*****************************

No comments:

Post a Comment