Friday 30 January 2015

তারে কি ছুটে গিয়ে পেতে হবে ?


------------------------
তারে কি ছুটে গিয়ে পেতে হবে ??  

-----------------------

নদীর বাঁধন উথাল পুথাল ,
দু কুল ভেঙ্গে ঢেউ যে মাতাল ,,
তবু বয়ে চলে ধারা -
সপ্ন পাগলপারা ,
সাগরে সে গিয়ে মিলাবে....  

তারে কি ছুটে গিয়ে পেতে হবে ?

কেবা সাগর কেইবা নদী ,
নদী ভাবে বসে জানতাম যদি ,
কিসে তার গতি - কেন বহমান ,
কোথা সে থামিবে তবে ...

তারে কি ছুটে গিয়ে পেতে হবে ??  

কভু বন্যা বাঁধভাঙ্গা জল ,
কভু কুলকুল শান্ত সে রব ,
সূর্যের আলো চাঁদের ছায়া
বুকে ধরে সে ভাবে নিরবে .....

তারে কি ছুটে গিয়ে পেতে হবে ?? 

একদিন দেখে এক শিশুকোলে,  

এক মা চলেছে ওই পার ধরে... 

আনমনা শিশু মায়ের আঁচলে - 

চলেছে শান্তিতে খেলা কোরে.... 

এ বিশ্ব যেন এক শান্তিনীড়, 

মায়ের আঁচলে সন্তানের ভিড় ... 

কন্যাশিশু আজ কাল বড় হলে ... 

একদিন সেও মা হবে ,

তারে কি ছুটে গিয়ে পেতে হবে ??   


কন্যামধ্যে আছে সে মা এখনি, 

অন্তরচক্ষুভরে দেখি তা এখনি.... 

মায়ের ভিতরেও তার ছেলেবেলা 

আজও যেন খেলা করে.... 

বুঝিয়া না পাই খুঁজি কুল নাই , 

এ কোন সন্দেশ মনমাঝে পাই...  

এখনি এখানে সবই পূর্ণ , 

স্বীকৃতি কার ? কেন তবে ? 

আমি সাগরের, সাগর আমার, 

গাগরের জল কিবা আমার/তাহার ? 

এইপলে জানি একাকার আমি, 

তবু বাহিরে বাহির রবে .... 

ব্রহ্মের বীজ ব্রহ্মের গাছ , 

ব্রহ্মের জল , ধারাও ব্রহ্মার , 

নিজ ধারামাঝে নিজেরে পাইয়া , 

ধারা আপনি বহিতে রবে .... 

নদী সাগর তট আর কুল , 

মিটিয়া ভাবনা যা ছিল ব্যাকুল , 

আছি কিম্বা নাই হেথা হোথা মিটি 

সত্য-শুন্য-পূর্ণ রবে !!   


তারে কি ছুটে গিয়ে পেতে হবে ?? 


No comments:

Post a Comment