Saturday 10 January 2015

*IshavasyaUpanishad*(13-18)in Bangla

(13)
অব্যক্ত থেকে আসে যে এক বলেন যত জ্ঞানবানে ,
অপর আসে ব্যক্ত যাহা তাহার ভজনে !!  

(14) 
জানেন যিনি অব্যক্ত প্রকৃতির উপাসনা -
সঙ্গে যিনি করেন ব্যক্ত 'হিরণ্যগর্ভের সাধনা -

দুই এর যোগে তিনি ই কেবল যান মৃত্যুর পারে ,
মৃত্যু হতে বাঁচান নিজেরে হিরন্যগর্ভের বরে !! 

প্রকৃতির ভক্তি হতে অমৃত তিনি পান -
অমর সেই অমৃতপুত্র যিনি এ দুই-এই ভক্তিমান !! 

(15)
সত্যের দ্বার আছে ঢাকা স্বর্ণ- আবরণে ,
জগত্পালক দাও সরায়ে এ মায়ার আচ্ছাদনে !! 

যার করি খোঁজ সাধনাতে মম দেখিতে যেন তা পাই !!
সত্যসাধনে যে সত্যরে হৃদয়ে ধরিতে চাই ...

(16)
ও অনন্ত আকাশ-পথ যাত্রী , হে জগত-চালন-পালন  কর্তা ,
হে আলোকের দেব প্রজাপতি-অপত্য জগতের অধিকর্তা ,, 

দৃষ্ট যত রশ্মি ,তোমার আলোক নিভায়ে দাও -
সত্যলোকের পরমপুরুষে মম অন্তরালোকে দেখাও ...

জানি সেথা যেই , আমি- ই যে সেই , সেই সত্য অপরূপ !!
কৃপা কর মমপরে হে দেব -প্রকাশো তব সে রূপ !! 

(17)
যাক মম প্রানবায়ু ফিরিয়া সর্বব্যাপী অমর সেই প্রাণে ,
শরীর ভস্ম হইয়া মিলাক অনলের জয়গানে !! 

''মমাত্মা সর্ব্বভুতাত্মা'' মনকুঠুরীতে থাকুক যে সেই ছবি ,,
যা যা করিয়াছি শুভকর্মের ফল হয়ে থাক চাবি !!

(18)
হে অগ্নি পবিত্র কর পরশ তব দিয়া মোরে ,
দেখাও সে পুণ্যপথ সুকর্মফলের তরে !!

কভু যেন না হই মোরা ধর্মপথ-চ্যুত ,,
হে সর্বজ্ঞ - সত্যালোকে যেন হই আলোকিত !!

** ওম সত্যম **

No comments:

Post a Comment