Thursday 8 January 2015

*IshavasyaUpanishad* (1-6) in Bangla

|| ঈশাভাষ্য উপনিষদ ||

** ওম....**
পূর্ণ হতে পূর্ণ আসি - 
পূর্ণে মিলায় শেষে ,,
সবেরে দিয়ে পূর্ণতা - 
সম্পূর্ণ অবশেষে !! 
ওম শান্তি: শান্তি: শান্তিঃ !!
!! হরি ওম !! 

(1) 
প্রপঞ্চময় জগতে তিনিই সবের আচ্ছাদন ,
বৈরাগ্যে বাচাঁও আত্মা- করি বাসনা বর্জন !!
(2) 
কর্ম বিনে নয়রে জীবন ,কর্ম করতে হবে...
কর্মযোগী হলেই কর্মফল পিছু ছাড়িবে !!
এক হতে শত হবার কর্মই এক সাধন...
কর্মফলের আশা ছাড়ি , মুক্ত যোগ-জীবন !! 
(3) 
অসুরলোকে নেইকো আলো অজ্ঞানে আবৃত ,,
আত্মনে করিলে বধ - রইবে অন্ধকারাবৃত !!
মৃত্যু আসি সেই লোকেতে পাঠাইবে তাহারে ,
জীবদ্দশায় জ্ঞানের আলো ছোয়নি যার আত্মারে ....
(4)
অদ্বৈত আত্মা অচল অনড় হয়েও  গতিশীল ,
মনের উর্ধ্বে গতি তাঁর - যিনি সদাই স্থিতিশীল !!
সম্মুখে সর্ব্বদা তবু রহেন যে অধরা ,
পঞ্চেন্দ্রিয় -সর্ববশক্তি দিয়েও যায় না তাঁরে ধরা !!
অধরা হয়েও সবারে ধরেন যে হেলায়, 
আত্মাগুনেই জগতাত্মা-বায়ু প্রাণবায়ু হয়ে সবে ধায় !!
(5)
চলিয়াও চলেনা যাহা , না নিকট না দূর ,
সবের ভিতরেও ,বাহিরেও - সন্নিকট না সুদূর...
(6)
জ্ঞানী দেখেন নিজেরে সবার অন্তরে ,
সবারে নিজমধ্যে ,
ঘৃনা আর থাকেনা কারো জন্য
তাঁর হৃদয়মধ্যে !!

No comments:

Post a Comment