Friday 9 January 2015

*IshavasyaUpanishad* (7-12) in Bangla

ঈশাভাস্য উপনিষদ ( শ্লোক  ৭-১২ )

(7)
কিবা মোহ কিবা শোক তাঁহার তরে ,
জগতে সবামাঝে যিনি পান আপনারে !!
আপ্ত তাঁর সর্ব্বস্য - যাঁর আত্মা সবাকার ,
অদ্বৈত -আত্মদর্শন হযেছে যাঁহার !!

(8)
আত্মা সর্ব্বব্যাপী সেই আত্মা জ্যোতির্ময় ,
নিষ্কলঙ্ক মুক্ত আত্মা পরম অক্ষয় !!
সর্বজ্ঞ তুরীয় সাক্ষী চেতনা মহান ,
অনাদি যা সেই চৈতন্যে চলে জগত্খান .....

(9)
অন্ধকারে তারা - লিপ্ত যারা কেবল কর্মকান্ডে ,
তাদের চেয়েও অন্ধকারে - 'ইষ্টধ্যানী' এ ব্রহ্মান্ডে !!

(10)
যাঁরা জ্ঞানী শিখায়েছেন এ পথের আছে যে দুই কডি ,
এক কডি 'অবিদ্যা' অন্যরে 'বিদ্যা' বলি ধরি !! 

(11) 
অবিদ্যা বিদ্যা যিনি করেন এ দুই-এই অনুসৃত ,
এ দুটিতেই তিনি-ই কেবল হয়েছেন যে কৃত ....
অবিদ্যা দিয়েই মৃত্যুরে করি জয় ,
বিদ্যা-অমৃত গুনেই কেহ অমরত্ব পায় !!

(12)
তারা অন্ধকারে যারা করে অব্যক্তের উপাসনা ,
ততোধিক আঁধারে সে, যে করে হিরন্যগর্ভের আরাধনা

No comments:

Post a Comment